কালীগঞ্জে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি লণ্ডভণ্ড

মানবজমিন প্রকাশিত: ০৪ মে ২০১৯, ০০:০০

লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নে কালবৈশাখী ঝড়ে ৭টি গ্রামের প্রায় শতাধিক কাঁচা- আধাপাকা বাড়িঘর লণ্ডভণ্ড হয়ে যায়। এতে গাছের ডাল ভেঙে আহত হয়ে পড়েছে ৭ জন। জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৫.৩০ মিনিটের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড় হানা দেয় জেলার কালীগঞ্জ উপজেলার মদাতি ইউনিয়নের ৭টি গ্রামে। এ সময় ঝড়ের কবলে পড়া লোকজন দিগ্বিদিক ছুটতে থাকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে। ঝড়ের বাতাসের প্রবল বেগে কারো ঘর উড়ে যায়। আবার কারো ঘর ভেঙ্গে যায়। ঘরের ভেতরে থাকা আসবাবপত্র বাতাসে অন্যত্র ফেলে দেয়। বই খাতা রান্নার হাঁড়ি-পাতিল গরু ছাগল যায় উড়ে অন্যত্র। এ সময় ৭ জন আহত হয় ও শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। আহতদের কালীগঞ্জ ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। ঘরবাড়ি হারিয়ে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়েছে। খোলা আকাশের নিচে পড়ে রয়েছে পরিবারগুলো। ক্ষতিগ্রস্ত আক্কেল আলী জানান, বিকালে ঝড় যেভাবে আসলো মনে হইল এবার মনে হয় সবাই উড়ে যাবে। এমন ঘূর্ণিঝড় আর দেখং নাই। সালমা বেগম জানান, যে বাতাস ঘরবাড়ি উড়ে নিয়ে গেই। হাঁড়ি পাতিল বাচ্চার লেখাপড়া করার বই চেয়ার সউক বাতাসোত উড়ে নিয়ে গেইল। বছর আলী জানান, হুরকা বাহে হুরকা এমন হুরকা জীবনে দেখং নাই। গরু ছাগল চালা নিয়ে গেইল। রহিম বকস জানান, মোর ঘরের চালা উড়ে এক মাইল দুরোত ফেলে দেইল। ঘটনাস্থলে ছুটে যান মদাতি ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল কাদের। তিনি খোঁজ খবর নেন পরিবারগুলোর। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান পরিবারগুলোর মাঝে সরকারি সাহায্য দেয়া হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us