মুনে অয় খেতের ধান পাকছে। খেতে যাইয়া দেহি হগল ধান চিট্যা। বেলাস্ট রোগে নাকি হগল ধান খাইয়া ফালাইছে। অহন আমরা কী করমু। ভরা (অনেক) টেহা খরচা অইছে। ৫০ মুন ধানের মুধ্যে ৫ মুনও পামু না।
গত বুধবার আবদুর রাজ্জাক নামের এক কৃষক পরামর্শের জন্য সখীপুর উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এসে কর্মকর্তা পর্যায়ের কাউকে না পেয়ে অফিস সহকারীর সঙ্গে রাগ দেখালেন। এ সময় প্রথম আলোর এ প্রতিনিধিকে পেয়ে তাঁর...