চকরিয়ায় ৫০০ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অর্থবছরের খরিপ-১ মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ ‘মোহনায়’ উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বীজ এবং সার বিতরণ অনুষ্ঠিত হয়। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আতিক উল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ জাফর আলম বিএন (অনার্স) এমএ প্রমুখ নেতৃবৃন্দ।