business news: এ বারে প্রিপেড গ্রাহকদের জন্য চিত্তাকর্ষক কিছু অফার নিয়ে হাজির Jio। সাবস্ক্রাইবাররা এখন থেকে ৪২ গিগাবাইটস (GBS) থেকে ৫৪৭.৫ গিগাবাইটস (GBS) স্পিড পাবেন। নতুন রিচার্জ প্ল্যানটি ২৮ থেকে ৩৬৫ দিন অবধি ভ্যালিড থাকবে। ২৮ দিনের রিচার্জ প্ল্যানের খরচা ১৪৯ টাকা এবং ৩৬৫ দিনের অর্থাৎ এক বছরের রিচার্জ প্ল্যানে খরচ হবে মাত্র ১,৬৯৯ টাকা।