‘অ্যাভেঞ্জার্স : এন্ডগেম’ দেখতে টিকিটের জন্য হুড়োহুড়ি

মানবজমিন প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

‘অ্যাভেঞ্জার্স এন্ডগেম’ রাজধানীর স্টার সিনেপ্লেক্স ও সীমান্ত সম্ভারে আজ মুক্তি পেয়েছে। গত বুধবার ভোর থেকে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের বাইরে এ ছবির ভক্তরা জড়ো হতে থাকে। বৃহস্পতিবার সকাল হবার আগেই টিকিটের জন্য লাইন বসুন্ধরা সিটি শপিং মলের বাইরেও দেখা যায়। অন্যদিকে, একই অবস্থা ছিল স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভারে। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ‘অ্যাভেঞ্জার্স’ ফ্রাঞ্চাইজির শেষ ছবি ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’। অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে পুরোনো সব রেকর্ড ভেঙেছে এ ছবিটি। ঢাকায় সকাল থেকে শুরু হয় এ ছবির অগ্রিম টিকিট বিক্রি। হাজার হাজার দর্শক গভীর রাত থেকে শপিং মলের বাইরে টিকিট কেনার জন্য অবস্থান নেন এবং টিকেট কাটার জন্য রীতিমত হুড়োহুড়ি শুরু করেন তারা। দর্শকের চাপে সকাল সাতটায় বসুন্ধরা সিটি শপিং মল কর্তৃপক্ষকে খুলে দিতে হয় মূল ফটক। হুড়োহুড়ি করে হেঁটে সিঁড়ি বেয়ে আটতলায় টিকিট কাউন্টারে উঠে যায় দর্শক। টিকিট কাটার জন্য আসা পলাশ নামে এক দর্শক গতকাল বলেন, সকাল থেকে দাঁড়িয়ে আছি আমি। এমন কিছু হবে আগেই বুঝেছিলাম। টিকিট না নিয়ে বাড়ি যাব না আজ। যত সময়ই লাগুক না কেন টিকিট কিনে তারপর বাড়ি ফিরব। স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানান, গতকাল দুপুর ১২টার মধ্য শেষ হয়ে গেছে আজ ও শনিবারের ৩৪টি শোর টিকিট। জো রুশো ও অ্যান্থনি রুশো পরিচালিত ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’-এ অভিনয় করেছেন রবার্ট ডাউনি জুনিয়র, ক্রিস হেমসওর্থ, স্কারলেট জোহানসন, মার্ক রাফেলোসহ একঝাঁক তারকা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us