যশোরে চাকরি মেলা ও সেমিনার

মানবজমিন প্রকাশিত: ২৬ এপ্রিল ২০১৯, ০০:০০

বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিতদের কর্মসংস্থানের লক্ষ্যে যশোরে অনুষ্ঠিত হয়েছে চাকরি মেলা ও সেমিনার। মুসলিম এইডের উদ্যোগে গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত যশোর প্রেস ক্লাব মিলনায়তনে এ মেলার আয়োজন করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিজানুর রহমান এ মেলার উদ্বোধন করেন। পরে জব সেমিনার অনুষ্ঠিত হয়। মুসলিম এইডের শিক্ষা প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার আব্দুল সামাদের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল আওয়াল, এসটিইপি প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার সোনিয়া আকবার, প্রেস ক্লাব যশোরের সম্পাদক ও স্কলার আইটির সিইও আহসান কবির, আফিল গ্রুপের পরিচালক মাহবুবু আলম লাভলু, এসএইচ বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম হিরক, যশোর টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. সৈয়দ আব্দুল আজিজ, চালডাল ডট কমের সিইও জিয়া আশরাফ, মুসলিম এইড ইন্সটিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ আরিফ নূর ও রেজিস্ট্রার নূর ইসলাম প্রমুখ। আয়োজকরা জানান, তাদের স্কিল ফর ট্রেনিং এন্ড এনহেন্সমেন্ট প্রোগ্রাম (এসটিইপি) প্রকল্পে প্রশিক্ষণপ্রাপ্ত দুই শতাধিক নারী-পুরুষের চাকরির সুবিধার্থে বেসরকারি ২০টি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করিয়ে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে। একইসাথে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি গড়ে তুলতে সেমিনার করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন আয়োজক কর্তৃপক্ষ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us