দিনাজপুরে সরকারের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র এতকাল কয়লা কেনার সময় কখনো সেটার আর্দ্রতা মাপেনি। বিতর্কের মুখে তিন মাসের এক হিসাব দিয়ে তারা বলছে, এ সময় আদতে কেন্দ্রটি কয়লার দরে প্রায় ১৫ হাজার টন পানি কিনে লোকসান গুনেছে।তাপবিদ্যুৎকেন্দ্র কয়লা কিনেছে সরকারেরই বড়পুকুরিয়া কয়লা কোম্পানির কাছ থেকে। হিসাবটি বলছে, গত বছরের সেপ্টেম্বর থেকে নভেম্বর পর্যন্ত তিন মাসে কয়লার আর্দ্রতা ছিল ১৭ শতাংশ।