মারাত্মক দূষণে করতোয়া নদীতে নামতেই ভয় পাচ্ছে মানুষ
প্রকাশিত: ২২ এপ্রিল ২০১৯, ১২:৫৪
ফাতেমা ইসলাম : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মরা করতোয়া নদী পেপার মিলের বর্জ্যে মারাত্মক দূষিত হয়ে পড়েছে। এক সময় নানা কাজে এর পানি ব্যবহৃত হলেও এখন এ নদীতে নামতেই ভয় পায় এলাকাবাসী। এই মরা করতোয়া নদী একসময় প্রবাহমান ছিল। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা দিয়ে পাশের জেলা বগুড়ার দিকে গেছে নদীটি। বন্যা থেকে রক্ষা পেতে একটি সøুইসগেট নির্মাণ …