You have reached your daily news limit

Please log in to continue


শিবগঞ্জের মাসুদপুর সীমান্তে আবারো ১ বাংলাদেশি নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আবারো এক বাংলাদেশি নিহত হয়েছে। শনিবার ভোররাত সাড়ে ৩টার দিকে এই ঘটনা ঘটে।নিহত ওই বাংলাদেশি উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর মুন্সীপাড়ার তৈমুর হোসেনের ছেলে মো. বিশু (২৫)।স্থানীয়রা জানায়, শুক্রবার দিবাগত গভীর রাতে শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত দিয়ে কয়েকজনের একটি দল গরু আনতে যাবার সময় ভারতের অভ্যান্তরে অবৈধভাবে প্রবেশ করলে ভারতের সভাপুর  সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি চালালে বিশু নামে এক গরুর রাখাল গুরুতর আহত হয়। এসময় বিশুর সহযোগীরা তাকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসলে বাংলাদেশি ভূখন্ডের আন্তর্জাতিক পিলার ১৬৮এর সাব ৪-৫ পিলার সংলগ্ন এলাকায় সে মারা যায়। এসময় নিহতের লাশ ফেলে তার সহযোগীরা পালিয়ে যায়। সকালে স্থানীয়রা বিশু’র লাশ ধান ক্ষেতে পড়ে থাকতে দেখলে খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায়।এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল সাজ্জাদ সরোয়ার  জানান, ‘তিনি ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকার বিষয়টি শুনেছেন। তবে এর বেশি তিনি কিছু জানেননা বলে জানান। এদিকে, স্থানীয় ওয়ার্ড সদস্য সমির আলী জানান, মানিক চৌকিদারের বাড়ির পাশে একটি ধানক্ষেতে বিএসএফের গুলিতে নিহত বিশু নামের এক বাংলাদেশির লাশ পাওয়া গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন