আরিফুল কাদের : আরবি বারো মাসের প্রত্যেক মাসেই বিশেষ আমল রয়েছে। তন্মধ্যে বরকতময় শাবানেরও কিছু মাসনূন বিশেষ আমল রয়েছে। যা আমাদের করা উচিত। হজরত আবু বকর সিদ্দিক (রা.) থেকে বর্ণিত, হুজুর (সা.) ইরশাদ করেন- শাবান মাসের মধ্য রাতে (১৫ শাবান) আল্লাহপাক প্রথম আসমানে অবতরণ করেন এবং প্রতিটি (মুমিন) বান্দাকে ক্ষমা করে দেন। তবে পরশ্রীকাতর এবং …