সাজিয়া আক্তার : আবহমান বাঙালির আনন্দ-বেদনার কাব্য, গাঁথা আছে তার গানে। জারি-সারী, ভাওয়াইয়া-ভাটিয়ালী জুড়ে আছে আত্মপরিচয়ের সঙ্গে। সেসব গানের পদকর্তার নামই কেউ মনে না রাখলেও, পরানে বেজে চলেছে শাশ্বত সেই সুর। ইন্ডিপেন্ডেন্ট টিভি বাংলা গানেরও আদিরূপ সহজিয়া চর্যাগীতিকা। এর থেকেই উৎসার পদাবলীর আদি রূপের। চর্যায় পাওয়া ১৫ রাগেই দাঁড়িয়ে বাংলা গানের পাঁচ হাজার বছরের ঐতিহ্য। …