আহমেদ শাহেদ : আজ চৈত্র সংক্রান্তি। ১৪২৫ বঙ্গাব্দের শেষ দিনও। আগামীকাল রোববার পহেলা বৈশাখ- নতুন বাংলা বর্ষ ১৪২৬। জীর্ণ-পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গস্নানি’- এভাবে বিদায়ী সূর্যের কাছে কাল এ আহ্বান জানাবে বাঙালি। বাংলা বছরের শেষ দিন হওয়ায় চৈত্র মাসের এ দিনটিকে বলা হয় চৈত্র সংক্রান্তি। বাংলার বিশেষ লোকজ উৎসব এই চৈত্র সংক্রান্তি। চিরায়ত অসাম্প্রদায়িক …