মধ্য আফ্রিকার বন্য প্রাণিকুলের অন্যতম শিরোমণি সাদা গন্ডার। এর দুটি উপপ্রজাতি-নর্দার্ন বা উত্তুরেসাদা গন্ডার ও সাউদার্ন বা দক্ষিণী সাদা গন্ডার। এর মধ্যে নর্দার্ন সাদা গন্ডার পৃথিবীর অন্যতম শীর্ষ বিলুপ্তপ্রায় প্রাণী। পুরো পৃথিবীতে এর মাত্র দুটি সদস্য এখন টিকে রয়েছে। এই দুটিই স্ত্রী গন্ডার। একটির নাম ফাতু, ১৯ বছর বয়স। আরেকটি তার মা নাজিন, বয়স ২৯ বছর। কেনিয়ার ওল পেজেতা বন্য প্রাণী সংরক্ষণ অরণ্যে জেমস