একটা সময় ছিল, যখন চাষাবাদ ছিল জুয়া খেলার মতো অনিশ্চিত। মাছচাষি কিংবা কৃষকেরা ভালো উৎপাদনের জন্য প্রকৃতির ওপর অনেক বেশি নির্ভর করতেন। চাষাবাদে প্রযুক্তির ব্যবহার ও সমন্বয়ের অভাবে অনেক সময়ই ভালো ফলন পাওয়া যেত না।
দিন বদলেছে। কৃষি নিয়ে এখন নানামুখী গবেষণা হচ্ছে। আগে বসতবাড়ির আশপাশে যেসব জায়গা সারা বছর পড়ে থাকত, এখন সেখানে বাণিজ্যিক চিন্তা মাথায় রেখে নানা ধরনের ফসলের আবাদ হয়। আশার কথা হলো, এ...