শালগাছে ফুটেছে সারজম, মহুয়ায় ফুটেছে মাতকম, সেই সঙ্গে বাহা উৎসবে মেতেছে সাঁওতালরা। বাহা উৎসবের মাধ্যমে প্রতিবছর ঋতুরাজ বসন্তকে বরণ না করা পর্যন্ত সাঁওতালরা মাতকমের মধু খায় না, খোঁপায় দেয় না সারজম ফুল।প্রকৃতিতে ঋতুরাজ বসন্ত আসে হরেক রকমের ফুলের সৌন্দর্য নিয়ে। নতুন ফুল ফোটার আনন্দে আর দেবতাকে তুষ্ট করতে এ সময় সাঁওতালরাও মেতে থাকে নাচে আর গানে।দিনাজপুরের পার্বতীপুর উপজেলা সদর...