অ্যান্টি স্যাটেলাইট অবশিষ্টাংশের মারাত্বক প্রভাব নিয়ে ভারতকে সতর্ক করল আমেরিকা
প্রকাশিত: ২৮ মার্চ ২০১৯, ১২:১৯
বিশেষজ্ঞরা বলছেন যে, লক্ষ্যবস্তুকে ধ্বংস করে এমন অ্যান্টি-স্যাটেলাইট অস্ত্রগুলি (anti-satellite weapons) অন্য বস্তুর সাথে সংঘর্ষের ফলে ধ্বংসাবশেষের একটি মেঘ (cloud of fragments) তৈরি করে, যেটা অন্য বস্তুর সঙ্গে সংঘর্ষে জড়াতে পারে, একের পর এক (chain reaction of projectiles through Earth orbit) বিপত্তি সৃষ্টি করতে পারে।