দুপুরে নিয়ম করে অঙ্ক কষতে বসেন ১১৬ বছর বয়সী কানে তানাকা। সারা বিকেলজুড়ে খেলেন বোর্ড গেম। ১৯০৩ সালের ২ জানুয়ারি জন্মগ্রহণ করেন জাপানি এই নারী। বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী হিসেবে গতকাল শনিবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন তিনি। তানাকাকে বিশ্বের বয়স্ক ব্যক্তির এই স্বীকৃতি দেওয়া হয় একটি নার্সিং হোমে। পশ্চিম জাপানের ফুকুওকা শহরে এই নার্সিং হোমেই থাকেন তিনি। তানাকাকে বিশেষ সম্মাননা প্রদান করেন মেয়র সোইচিরো তাকাশিমা। এ সময় অন্যরাও তাকে শুভেচ্ছা জানান। এ সময় দীর্ঘ জীবনের সবচেয়ে সুখী মুহূর্ত কোনটি জানতে…