চবি’র হলে আগ্নেয়াস্ত্র ও নারীসহ ১৮ ছাত্রলীগ কর্মী আটক

মানবজমিন প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও এক নারীসহ ছাত্রলীগের ১৮ কর্মীকে আটক করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি ও হাটহাজারী থানা পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয়ের শাহ জালাল ও সোহরাওয়ার্দী হলে এ অভিযান চালানো হয়। রোববার (২৫শে ফেব্রুয়ারি) রাত ২টা হতে ভোর সাড়ে ৪টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। এ অভিযানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী, সহকারী প্রক্টর লিটন মিত্র ও হেলাল উদ্দিন আহম্মদ হাটহাজারী সার্কেল সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ আল মাসুম ও হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর আলী আজগর চৌধুরী বলেন, পুলিশের সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসন দুটি হলে তল্লাশি চালিয়েছে। এসময় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, আটককৃতদের বিষয়ে মামলা প্রক্রিয়াধীন, মামলার আগে নাম প্রকাশ করা সম্ভব নয়।  উল্লেখ্য, গত কিছুদিন ধরে শাখা ছাত্রলীগের কয়েকটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা চলতে থাকে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন কয়েক দফা সংঘর্ষ থামালেও ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান ছিল। এ বিরাজমান পরিস্থিতি এড়াতেই সোমবার রাতেই এ তল্লাশি অভিযান পরিচালিত হয়। এতে এক বহিরাগত নারীসহ ছাত্রলীগের ১৮ কর্মীকে আটক করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us