ব্রাহ্মণবাড়িয়া: বাংলা সাহিত্যের অন্যতম পুরোধা কবি আল মাহমুদের প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে দেশের সাহিত্যাঙ্গনে। কবির চিরবিদায়ে শৈশব-কৈশোর এবং পরিণত বয়সের স্মৃতিগুলো কাতর করে তুলছে তার বন্ধু-স্বজন-শুভানুধ্যায়ীদের। তাদের কারও কারও চোখে, আল মাহমুদ ছিলেন ক্ষণজন্মা প্রতিভা। কারও কারও মতে, বাংলা সাহিত্যে তার মতো কবি আর আসবে না।