অবশেষে সুইপারই হতে চান বিপুল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৩১
ঢাকা: চাকরি পাওয়াটা কঠিন। অনেক পরিশ্রমও বটে। বিশ্ব বাজারে এর প্রতিযোগিতাও ঢের। তাই বলে এতো! জানলে অবাক হবেন, ভালো কোনো সুযোগ না পেয়ে, অবশেষে সুইপার এবং স্যানেটারি কর্মীই হতে চান ইঞ্জিনিয়ারিংসহ প্রায় সাড়ে চার হাজার বড় বড় প্রফেশনাল ডিগ্রিধারী। সুইপারের মাত্র ১০টি শূন্য পদে এতো সংখ্যক উচ্চ শিক্ষিত প্রার্থীর আবেদন পড়েছে ভারতে।