মঞ্জুর মোর্শেদ : বসন্ত মানেই শিমুল পলাশের রঙ ছড়ানো। ঋতু পরিক্রমায় বসন্ত এখনো না আসলেও নাটোরের প্রকৃতিতে বসন্তের উপস্থিতি। শহরের পলাশ গাছগুলোর রাশি রাশি ফুল জানান দিচ্ছে, মধুর ও বসন্ত আসছে। সূত্র : বাসস রবীন্দ্রনাথ ঠাকুর পলাশের রূপে মুগ্ধ হয়ে লিখে ছিলেন, রাঙ্গা হাসি রাশি রাশি অশোক পলাশে। বসন্তের বার্তা বাহক পলাশ ছাড়া বসন্তের কথা …