ডিএমপি’র ৭৬ জন পেলেন বিপিএম ও পিপিএম পদক

দৈনিক সিলেট প্রকাশিত: ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:০৫

দৈনিকসিলেটডেস্ক:অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজ, গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ৪টি ক্যাটাগরিতে ডিএমপি'র ৭৬ জনকে বিপিএম ও পিপিএম পদকে সম্মানিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (৪ ফেব্রুয়ারি) সকালে পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনস প্যারেড গ্রাউন্ডে আয়োজিত পুলিশ বার্ষিক কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ শেষে পুলিশ বাহিনীতে কর্মরত ৩৪৯ জনকে বিপিএম ও পিপিএম পদক পড়িয়ে দেন প্রধানমন্ত্রী। ৩৪৯ জন পদক প্রাপ্ত পুলিশ সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ৭৬ জন পুলিশ সদস্য বিপিএম ও পিপিএম পদক পেয়ে সম্মানিত হয়েছেন। ৪ ক্যাটাগরিতে নিম্নে লিখিত ডিএমপি'র ৭৬ জন সদস্য পদক প্রাপ্ত হয়েছে। বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সাহসিকতাঃ ১০ জন ডিএমপি'র পুলিশ কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার),পিপিএম, ডিএমপি'র পল্লবী জোনাল টিম গোয়েন্দা পশ্চিম বিভাগের পুলিশ পরিদর্শক মরহুম মোঃ জালাল উদ্দিন পিপিএম, ডিএমপি মরহুম কনস্টেবল মোঃ শামীম মিয়া, ডিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার), ডিএমপি'র ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ (সিটিটিসি)'র উপ-পুলিশ কমিশনার এ এইচ আবদুল রকিব পিপিএম (বার), ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার (সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল এ্যাকশন বিভাগ) প্রলয় কুমার জোয়ারদার বিপিএম, পিপিএম, ডিএমপি'র সিটিটিসি ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আসাদুজ্জামান পিপিএম, ডিএমপি'র সিটিটিসি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (স্পেশাল এ্যাকশন গ্রুপ) মোঃ জাহাঙ্গীর আলম, ডিএমপি'র সিটিটিসি সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (সোয়াট, বিডিইউ, এন্টি ইলিগ্যাল আর্মস স্পেশাল এ্যাকশন বিভাগ) এসএম জাহাঙ্গীর হাছান বিপিএম, পিপিএম, ডিএমপি গোয়েন্দা পশ্চিম বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শাহাদত হোসেন সুমা। বাংলাদেশ পুলিশ মেডেল (বিপিএম) সেবাঃ ২১ জন ডিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম বিপিএম-সেবা, ডিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায় বিপিএম, পিপিএম (বার), ডিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আবদুল বাতেন পিপিএম, ডিএমপি'র যুগ্ম পুলিশ কমিশনার শেখ নাজমুল আলম বিপিএম (বার), পিপিএম (বার), ডিএমপি'র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ ইমাম হোসেন, ডিএমপি'র যুগ্ম পুলিশ কমিশনার মোঃ মনির হোসেন, ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মোঃ মাহবুবুল আলম, পিপিএম (বার), ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার মোঃ মারুফ হোসেন সরদার, পিপিএম সেবা, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, বিপিএম, পিপিএম, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আনোয়ার হোসেন, পিপিএম বার, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার খন্দকার নুরুন্নবী, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার মোঃ আলীমুজ্জামান, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোখলেছুর রহমান, পিপিএম সেবা, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, ডিএমপি'র অতিঃ উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) কাজী শফিকুল আলম, ডিএমপি'র অতিঃ উপ-পুলিশ কমিশনার জাহিদুল হক তালুকদার, পিপিএম বার, ডিএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মতিঝিল বিভাগ) এস.এম. শিবলী নোমান পিপিএম-বার, ডিএমপি'র সহকারী পুলিশ কমিশনার (মিরপুর জোন) সৈয়দ মামুন মোস্তফা, ডিএমপি ডিবি (দক্ষিণ)'র সহকারী পুলিশ কমিশনার মোঃ ফজলুর রহমান, বিপিএম, পিপিএম, ডিএমপি তেজগাঁও থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম পিপিএম-বার, ডিএমপি তেজগাঁও থানার এসআই মোছাঃ শবনম সুলতানা। রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সাহসিকতা: ২১ জন ডিএমপি সিটিটিসি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আহমেদুল ইসলাম পিপিএম, ডিএমপি ডিবি(উত্তর) এর অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন, ডিএমপি সিটিটিসি'র সহকারী পুলিশ কমিশনার মোঃ মাহবুব-উর-রশীদ বিপিএম, পিপিএম, ডিএমপি সিটিটিসি'র পুলিশ পরিদর্শক মোঃ হুমায়ুন কবির, ডিএমপি'র গুলশান থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোঃ আমিনুল ইসলাম, ডিএমপি সিটিটিসি'র পুলিশ পরিদর্শক আজিজুল হক মিঞা, ডিএমপি সিটিটিসি'র পুলিশ পরিদর্শক মোহাম্মদ মুমিন খাঁন, ডিএমপি সিটিটিসি'র পুলিশ পরিদর্শক সাব্বির আশিকুল আলম চৌধুরী, ডিএমপি যাত্রাবাড়ী থানার এসআই জাকির হোসাইন, ডিএমপি সিটিটিসি'র এসআই আমিনুল ইসলাম, ডিএমপি ট্রাফিক দক্ষিণ বিভাগের সার্জেন্ট এসএস শিহাব মামুন, ডিএমপি সিটিটিসি'র এএসআই মোঃ টিপু আলম, ডিএমপি সিটিটিসি'র নায়েক মোঃ মেহেদী হাসান, ডিএমপি সিটিটিসি'র কনস্টেবল মোঃ মাসুদ রানা, একই ইউনিটের কনস্টেবল ইমন হোসেন, কনস্টেবল মোশাররফ হোসেন, কনস্টেবল রনি মিয়া, কনস্টেবল আল আমিন, কনস্টেবল মোঃ লেবু মিয়া, কনস্টেবল মি. মিখায়েল মন্ডল, কনস্টেবল মোঃ রবিউল হাসান রানা । রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) সেবা: ২৪ জন ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার (গুলশান বিভাগ) এস এম মোস্তাক আহমেদ খান পিপিএম, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) প্রবীর কুমার রায় পিপিএম-সেবা, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-পূর্ব) ড. এ এইচ এম কামরুজ্জামান, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার (মিরপুর বিভাগ) মাসুদ আহাম্মদ বিপিএম, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ফরিদ উদ্দিন, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইব্রাহীম খান, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশিকুর রহমান বিপিএম, পিপিএম-সেবা, ডিএমপি'র উপ-পুলিশ কমিশনার মোঃ আসাদুজ্জামান, ডিএমপি'র সাইবার সিকিউরিটি এন্ড ক্রাইম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আ. ফ. ম. আল কিবরিয়া, ডিএমপি'র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নুরুল আমীন, ডিএমপি'র অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহিল কাফী, ডিএমপি'র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (দক্ষিণখান জোন) মোঃ মিজানুর রহমান, ডিএমপি'র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী জোন) মোঃ বদরুল হাসান, ডিএমপি'র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) আহসানুজ্জামান, ডিএমপি'র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ, ডিএমপি'র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মিশু বিশ্বাস, ডিএমপি'র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার সাইদ নাসিরুল্লাহ, ডিএমপি'র মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন মীর, ডিএমপি'র ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলাম পিপিএম, ডিএমপি'র খিলগাওঁ থানার অফিসার ইনচার্জ মোঃ মশিউর রহমান পিপিএম, ডিএমপি'র বিমান বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ নূরে আযম মিয়া, ডিএমপি'র তুরাগ থানার অফিসার ইনচার্জ মোঃ নুরুল মোত্তাকিন পিপিএম, ডিএমপি'র এসআই (নিরস্ত্র) মোঃ আনিসুর রহমান। উল্লেখ্য, পুলিশ সপ্তাহ উপলক্ষে গত ২০১৮ সালে পুলিশ বাহিনীর সদস্যগণের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৪০ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৬২ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ১০৪ জন পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা" এবং ১৪৩ জনকে "রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা"প্রদান করা হবে। এরমধ্যে জঙ্গি ও সন্ত্রাস মোকাবেলায় ডিএমপি'র গোয়েন্দা বিভাগের ইন্সপেক্টর মরহুম মোঃ জালাল উদ্দিন পিপিএম ও ডিএমপি'র কনস্টেবল মরহুম মোঃ শামীম মিয়াকে বিপিএম মরণোত্তর পদক প্রদান করেন প্রধানমন্ত্রী।সূত্র:ডিএমপি নিউজ
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us