cinema: আন্দোলন কি দেশের স্বাধীনতার জন্যই কেবল হয়? তা বোধহয় নয়। মানুষের খাবারের অধিকার, শিক্ষার অধিকার, মতপ্রকাশের অধিকার-এসব কথা দেশের সংবিধানে বলা থাকলেও সত্যিই কি এতো সব আছে? বেশিরভাগ ক্ষেত্রেই 'ভুখ সে মরনেওয়ালে'-র আসলে কিছু বলার অবস্থা থাকে না। ধুঁকে ধুঁকে তাকে মরতে হয়।