দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সেরের যদি বাস্তব প্রতিফলন ঘটে, তবে জাতীয় ঐক্যের প্রয়োজন হবে না বলে মনে করেন রুহিন  হোসেন প্রিন্স

আমাদের সময় প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০১৯, ১২:১৮

বিভেদ ভুলে জাতীয় ঐক্য গড়ার প্রসঙ্গে সিপিবির সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের নিজস্ব দলীয় স্বার্থ বিবেচনা করে এ ধরনের জাতীয় ঐক্যের কথা বলে আসছে। সুতরাং আমার ধারণা, সে জায়গা থেকে তিনি এসব কথা বলেছেন। তবে আমি বিশ্বাস করি দুর্নীতির বিরুদ্ধে জারি করা জিরো টলারেন্সেরের যদি বাস্তবে প্রতিফলন ঘটে তবে জাতীয় ঐক্যের প্রয়োজন হবে না, স্বাভাবিকভাবেই জনগণের কাছ থেকে সাধুবাদ পাবেন তিনি। এই প্রতিবেদকের সাথে আলাপকালে রুহিন হোসেন এসব কথা বলেন।তিনি আরও বলেন,  এ ব্যাপারে প্রধানমন্ত্রীই ভালো বলতে পারবেন তিনি কোন বিভেদ ভুলে যাবার কথা বলছেন। আর কেনোইবা জাতীয় ঐক্য চাইছেন ? তবে আমার মনে হয় বাংলাদেশে একটা বড় জাতীয় ঐক্য হওয়া দরকার প্রথমত মুক্তিযুদ্ধের পক্ষে। সাম্প্রদায়িক শক্তিকে নির্মূল করতে একটি জাতীয় ঐক্যের নিশ্চয় দরকার রয়েছে। তেমনি জাতীয় ঐক্য দরকার ভোট ডাকাতির বিরুদ্ধে, কীভাবে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যায়। জাতীয় ঐক্য গঠিত হওয়া দরকার মুক্তিযুদ্ধের চার নীতি বাস্তবায়নের সংগ্রামে যেখানে গণতন্ত্রের নিরপেক্ষতা ও সমাজতন্ত্র অটুট থাকবে। কিন্তু সেই ধরনের কোনো আলামত আমরা দেখতে পারছি না।সবচেয়ে বড় ব্যাপার সম্প্রতি যে নির্বাচন হয়ে গেলো জনগণ সেখানে ভোট দিতে পারেনি। তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছেন। সুতারং আজকে যেমন দুর্নীতি, মাদক ও লুটপাট বিরোধী অভিযান পরিচালনা করতে হচ্ছে, তেমনি আমাদের সমাজে ধনী-গরিবের যে বৈষম্য বেড়ে চলেছে সেটা দূর করতে কাজ করতে হবে। অন্যদিকে বিদেশি আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। একইসাথে আমাদের জন্য অনির্বায হয়ে পড়েছে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনার সংগ্রাম। যেখানে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে জনগণ আবার তাদের পছন্দ অনুযায়ী নেতা নির্বাচন করতে পারবে, এ ব্যাপারে একটি জাতীয় ঐক্য গড়ে ওঠা জরুরি বলে মনে করেন এই রাজনীতিবিদ।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us