অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনালে উঠেছেন বর্তমান ইউএস ওপেন টেনিস চ্যাম্পিয়ন নাওমি ওসাকা। সেমিফিাইনালে র্যাংকিংয়ের সাত নম্বরে থাকা চেক রিপাবলিকের ক্যারোলিনা প্লিসকোভাকে ২-১ সেটে হারিয়েছেন এই জাপানি তারকা।