টরন্টো চলচ্চিত্র উৎসবের শেষ প্রান্তে এসে আর নিছক তারকা দেখার আনন্দ নয়, অস্কারের হিসেব নিকেশ হয়ে উঠেছে মুখ্য। ‘জোকার’ আর ‘জো জো র্যাবিট’ শুরু থেকেই আলোচনায় ছিল, এখনো তাই। উৎসবের দ্বিতীয়ভাগে টরন্টোতে পা রেখেছেন জেনিফার লোপেজ।