যত দিন না ঢাকার মিউজিক ইন্ডাস্ট্রি তাঁকে চিনল, তত দিন তিনি তথাকথিত সুধীসমাজে অচল ছিলেন। আমাদের আধুনিক গানের ঔরস যখন খটখটা শুকনা, বড় কোনো প্রতিভা সেখানে অনেক কাল হলো আসছে না, তখন আবির্ভূত হলেন শাহ আবদুল করিম। গ্রামীণ সংস্কৃতি যে এখনো মহৎ শিল্পীর জন্ম দেয়, নতুন করে তা জানা হলো। বাউলসম্রাটের মৃত্যুদিবসে লিখেছেন ফারুক ওয়াসিফ