প্রথিতযশা সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম যখন নজরুলসঙ্গীত গাইতেন, তখন মনে হতো স্বয়ং নজরুল যেন তার ওপর ভর করেছেন। তার কণ্ঠে ছিল অমিয় সুধা। সমগ্র ভারতীয় উপমহাদেশে তিনি নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। উপমহাদেশে পরবর্তী প্রজন্মের কাছে বাংলা সঙ্গীতের প্রতীক হিসেবে বিবেচনা...