প্রতিবছর ইলিশ আহরণের মৌসুম শুরু হয় জুন থেকে, চলে অক্টোবর পর্যন্ত। এই সময়ের মধ্যে জেলেরা পটুয়াখালীর পায়রা, আগুনমুখা, আন্ধারমানিক, বুড়াগৌরাঙ্গ, তেঁতুলিয়া নদীতে জাল ফেলেন রুপালি ইলিশের আশায়। জেলার হাজার হাজার জেলের জীবনজীবিকা মৌসুমি এই ইলিশ ধরার ওপরেই নির্ভরশীল। কিন্তু এ বছর মৌসুমের তিন মাস পেরিয়ে গেলেও আশানুরূপ ইলিশ মিলছে না।