নারায়ণগঞ্জে আজমেরী ওসমানের বাসায় ব্লক রেইড, গ্রেপ্তার ২ চাঁদাবাজির মামলা

মানবজমিন প্রকাশিত: ০৭ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের বাসায় ব্লক রেইড দিয়ে তার দুই সহযোগীকে আটক করেছে পুলিশ। শহরের আমলাপাড়া এলাকার বাসিন্দা বাচ্চু মিয়াকে মারধর ও তার বাড়িতে হামলায় ঘটনায় বৃহস্পতিবার দিনগত রাত ১২টার দিকে এ অভিযান  চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। আটকরা হলো- জেলা ছাত্র সমাজের আহ্বায়ক মো. শাহাদাৎ হোসেন রুপু (৩৫) ও মোখলেসুর রহমান (৩২)। পরে রাতেই আজমেরী ওসমানকে প্রধান আসামি করে ভুক্তভোগী বাচ্চু মিয়া বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি চাঁদাবাজির মামলা করেন। ওই মামলায় আটকদের গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। মামলায় উল্লেখ করা হয়, বৃহস্পতিবার রাত ৮টায় একটি নম্বর থেকে কল করে আজমেরী ওসমানের পরিচয় দিয়ে আমলাপাড়ার বাসিন্দা বাচ্চু মিয়ার কাছে ৬৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদার টাকা আনার জন্য মোখলেস কালিমন্দিরের সামনে বাচ্চু মিয়ার সঙ্গে দেখা করে। পরে আজমেরী ওসমানের কথা বলে বাচ্চু মিয়াকে মোখলেসহ অজ্ঞাতনামা ৭-৮ জন জোর করে টেনেহিঁচড়ে কালিরবাজারের মাংসপট্টি আফসু মহাজনের হোটেলের সামনে নিয়ে যায়। সেখানে নিয়ে এলোপাতাড়ি মারধর করে। মারধরের পর চাঁদার টাকা না দিলে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনার পর বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে নারায়ণগঞ্জ সদর মডেল থানা, ফতুল্লা মডেল থানা ও ডিবি পুলিশের সদস্যরা আজমেরীর আল্লামা ইকবাল রোডের বাসায় অভিযান চালান। জেলা পুলিশের মিডিয়া উইংয়ের কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন জানান, আমলাপাড়ার বাসিন্দা বাচ্চুর অভিযোগে আজমেরী ওসমানের বাড়িতে অভিযান চালিয়ে তার দুই সহযোগীকে আটক করা হয়। পরে তাদের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলার প্রধান আসামি আজমেরী ওসমান ও তার আরেক সহযোগী জুলে পলাতক রয়েছে।এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সরকারি তোলারাম কলেজের সামনের সড়কে ১০ থেকে ১২টি গাড়িতে পুলিশ প্রবেশ করে। কলেজ-সংলগ্ন আজমেরীর বাসা ঘেরাও করেন পুলিশের শতাধিক সদস্য। অভিযানের শুরুতেই বাড়ির ভেতর থেকে বাদানুবাদের শব্দ শোনা যায়। একপর্যায়ে পুলিশ আজমেরীর অফিসে তল্লাশি চালিয়ে দুজনকে আটক করে। আজমেরীর দুই চাচা শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসন ও সেলিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us