ঢাকা: বিশ্বে সবচেয়ে বাসযোগ্য শহরের তালিকায় ইতিহাস সৃষ্টি করা মেলবোর্নকে টপকে দ্বিতীয়বারের মতো শীর্ষস্থান দখল করেছে ইউরোপের অস্ট্রিয়ার ভিয়েনা। সামাজিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, সংস্কৃতি, পরিবেশ, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন এবং স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য প্রথমস্থান দখল করেছে রাজধানী শহরটি।