ষোড়শ শতকের স্প্যানিশ লেখক মিগুয়েল দ্য সার্ভ্যান্তেসের ‘ডন কিহোতে’র অনুপ্রেরণায় লেখা রুশদির উপন্যাসটির কেন্দ্রে এক জন বিক্রেতা, বাড়ি বাড়ি ঘুরে জিনিস বিক্রি করেন তিনি।