কারাফটকে ডিআইজি মিজানকে জিজ্ঞাসাবাদ

মানবজমিন প্রকাশিত: ০৪ সেপ্টেম্বর ২০১৯, ০০:০০

৪০ লাখ টাকা ঘুষ লেনদেনের ঘটনায় পুলিশের বরখাস্ত হওয়া উপ মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমান মিজানকে কারাফটকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ফটকে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বেলা ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত দুদক পরিচালক মনজুর মোরশেদ তাকে জিজ্ঞাসাবাদ করেন। এর আগে গত ১৫ই জুলাই মিজানকে আরও এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়। সেদিন তাকে জিজ্ঞাসাবাদ করেন দুদক পরিচালক শেখ মো. ফানাফিল্যা।উল্লেখ্য, বিতর্কিত ডিআইজি মিজান তার বিরুদ্ধে ওঠা ঘুষ, দুর্নীতির অভিযোগ থেকে নিষ্কৃতি পেতে দুদক পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৪০ লাখ টাকা ঘুষ দেন বলে গত ৯ই জুন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ঘটনার জেরে মিজান ও বাছিরকে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর গত ১৬ই জুলাই তাদের বিরুদ্ধে মামলা হয়। মামলার বাদী দুদক পরিচালক ফানাফিল্যা।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us