বেঞ্চ শব্দটি শুনলেই স্কুলঘরের আনন্দময় ছবিটাই ভেসে ওঠে আমাদের চোখের সামনে। বেশ কিছু দোকানের বিক্রয়কর্মীকে বেঞ্চ প্রসঙ্গে প্রশ্ন করায় পাল্টা প্রশ্ন পেলাম স্কুলের বেঞ্চ খুঁজছি কি না। অন্দরসজ্জায় বেঞ্চ খুব একটা প্রচলন না পেলেও দেখতে লাগে বেশ। অন্য রকম একটা ধারণাও বটে-স্কুল কিংবা পার্কের বেঞ্চ চলে আসছে অন্দরসজ্জায়। আরামদায়ক নানা নকশার বেঞ্চ রাখা যেতে পারে অন্দরে। স্কুল তো বটেই, বেঞ্চ সাজানোর...