রাকিব উদ্দীন : রক্ষণবাগের খেলায়াড় হিসেবে সর্বপ্রথম উয়েফার বর্ষসেরা হয়ে ইতিহাস গড়লেন লিভারপুলের ভার্জিল ফন ডাইক। ২০১০-১১ মৌসুম থেকে এ পুরস্কারটি দেওয়ার শুরু করে উয়েফা। এবারই সর্বপ্রথম ফরোয়ার্ডদের ছাড়িয়ে অ্যাওয়ার্ডটি নিজের করে নেন ডাচ এ ফুটবলার। ইংলিশ প্রিমিয়ার লিগের দল সাউদাম্পটন থেকে ২০১৮ সালের জানুয়ারিতে বিশ্বরেকর্ড পরিমাণ ট্রান্সফার ফি’র বিনিময়ে লিভারপুলে পাড়ি জমান ভার্জিল ভ্যান …