‘মমি’ শব্দটি শুনলেই নিশ্চয়ই ভয়ঙ্কর এক অনুভূতির সৃষ্টি হয়! পিরামিডের ভেতর অন্ধকার ঘরে একটা বাক্স, তার ভেতর সারা শরীর ব্যান্ডেজের মত করে প্যাঁচানো একটা লাশ। এমনকি মিশরের নাম শুনলেও পিরামিডের সঙ্গে সঙ্গে মমির কথা মনে পড়ে যায়! মমি নিয়ে ছোট বড় সবারই কৌতূহলের কমতি নেই। কীভাবে একটি মৃতদেহ সহস্র বছর অক্ষত থাকে? এই প্রশ্ন সবার মনেই থাকে। চলুন তবে জেনে নেয়া যাক প্রাচীন মিশরীয়রা মৃতদেহকে কীভাবে মমি বানাতো-