বিশেষ ‘সাময়িকী’তে খুরশীদ আলম

মানবজমিন প্রকাশিত: ৩০ আগস্ট ২০১৯, ০০:০০

বাংলাদেশের সংগীত জগতের জীবন্ত কিংবদন্তি মো. খুরশীদ আলম। ষাটের দশক থেকেই সংগীতাঙ্গনে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন। এই গুণীশিল্পীর জন্ম ১৯৪৬ সালে জয়পুরহাটে। মাত্র তিন বছর বয়সেই তার পরিবার তাকে নিয়ে ঢাকায় আসেন। সেই থেকে তার বেড়ে ওঠা ঢাকাতেই। চাচার কাছে গান শোনা এবং তার শৈশব স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে গান গাওয়া থেকেই খুরশীদ আলম আজকের কিংবদন্তি সংগীতশিল্পী। চলচ্চিত্রে তার আত্মপ্রকাশ হয় ১৯৬৯ সালের ১লা আগস্ট বাবুল চৌধুরী পরিচালিত ‘আগন্তুক’ চলচ্চিত্রে ‘বন্দি পাখির মতো’ শিরোনামের গানটি গেয়ে। খুরশীদ আলম এ পর্যন্ত কণ্ঠ দিয়েছেন প্রায় পাঁচশ’ গানে। এ গুণীশিল্পীর প্লেব্যাকে ৫০ বছর পূর্তি হয়েছে এ মাসে। তাকে নিয়ে চ্যানেল আই একটি বিশেষ অনুষ্ঠান ‘সাময়িকী’ নির্মাণ করেছে। অনুষ্ঠানটি চ্যানেল আইতে প্রচার হবে আজ সন্ধ্যা ৬.২৫ মিনিটে। এর গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন চলচ্চিত্র সাংবাদিক আবদুর রহমান। এ অনুষ্ঠানে খুরশীদ আলম তার সংগীত জীবনের অনেক অজানা গল্পগাথা বলেছেন। অনুষ্ঠানটি প্রচার হবে কিউট-এর সৌজন্যে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us