মুসলিমরাই ভারতে অস্পৃশ্যতা আনে, দাবি আরএসএস নেতা কৃষ্ণ গোপালের
প্রকাশিত: ২৭ আগস্ট ২০১৯, ১৮:০৯
রাশিদ রিয়াজ : ভারতে উঁচু-নীচু শ্রেণি থাকলেও কখনও অস্পৃশ্যতা ছিল না। শুধু যারা গোমাংস খেতো, তাদের অস্পৃশ্য বলা হতো। সোমবার দিল্লির এক অনুষ্ঠানে এসে এমনই দাবি করেন আরএসএস নেতা কৃষ্ণ গোপাল। তিনি আরো বলেন, ভারতে অস্পৃশ্যতার প্রথম উদাহরণ পাওয়া যায় ইসলাম প্রবেশ করার পরে। ব্রিটিশদের বিভাজন নীতির প্রচলন হওয়ার পরেই ‘দলিত’ শব্দটি ভারতে আত্মপ্রকাশ করে। …