মোজাফফর আহমেদ ছিলেন আদর্শিক ও নিরাভরণ জীবনের অধিকারী
প্রকাশিত: ২৬ আগস্ট ২০১৯, ১০:০২
এটিএম গোলাম কিবরিয়া : তিনজন মোজাফফর আহমেদকে চিনতাম ছোটবেলায়। প্রথমজন সন্দ্বীপের লোক, ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও আমাদের নজরুলের বন্ধু। হাবিলদার নজরুল কমিউনিস্ট ইন্টারন্যাশনালের অনুবাদ করেছিলেন ‘কাকাবাবু’র প্রেরণায়। আরেকজন মোজাফফর ছিলেন ইকোনোমিস্ট, নিপাট ভদ্রলোক, আইবিএর প্রফেসর ও টিআইবির চেয়ারম্যান। সদর্থে যাদের আমরা সুশীল বলি, তেমন একজন। ২৩ আগস্ট যিনি মারা গেলেন, তিনি ন্যাপ মোজাফফর। …