মৌলভীবাজার: আজকাল বাজারে গিয়ে নদী-বিলের মাছ পাওয়া যায় না। যেসব পাওয়া যায় তার প্রায় নব্বইভাগ হলো স্থানীয় কৃত্রিম খামার বা ঘেঁরে চাষ করা। কৃত্রিমভাবে উৎপাদিত মাছ দিয়েই মিটানো হচ্ছে স্থানীয় মানুষের পুষ্টির চাহিদা।