বৃষ্টি তো সবাই দেখেছেন! কিন্তু মাছের বৃষ্টি বা ফিশ রেইন কখনো দেখেছেন কি? এর সঙ্গে কমবেশি অনেকেই পরিচিত। তবে এর পেছনের ব্যাখ্যাটা জানা নেই অনেকেরই! ২০১৪ সালের মে মাসে একটি ভিডিও দক্ষিণ এশিয়ায় আলোড়ন তুলে দেয়! সেটি ছিল শ্রীলঙ্কান এক নাগরিকের ধারণকৃত ফিশ রেইন বা মাছ বৃষ্টির ভিডিও। জ্বী হ্যাঁ, সত্যিই ২০১৪ সালের মে মাসে পশ্চিম শ্রীলংকার চিলাউ জেলায় মাছ বৃষ্টি হয়! মাছগুলো ছিলো ৫ থেকে ৮ সে.মি লম্বা মাত্র! এবং সেগুলোর মাঝে বেশ কিছু মাছ জীবিত ছিলো।