ঈদুল আজহার পরপরই সরগরম হয়ে উঠেছে বরিশালের ইলিশ মোকাম। গত ৩-৪ দিন ধরে পোর্ট রোডের পাইকারি ইলিশ মোকামে প্রতিদিন ৫০০ থেকে হাজার মণ ইলিশ আসছে। তবে বেশিরভাগ ইলিশই গভীর সাগরের। জেলে ও ইলিশ ব্যবসায়ীদের মতে, 'ঘর গাঙ্গে' (ভেতরের নদী) পর্যাপ্ত ইলিশ পড়তে শুরু করেনি এখনও। এদিকে মোকামে ইলিশের আমদানি বাড়ায় পাইকারি বাজারে কিছুটা কমলেও দাম কমেনি খুচরা বাজারে।