কুবি শিক্ষার্থীদের তৈরি রোবটে অবাক প্রযুক্তির দুনিয়া!
প্রকাশিত: ১৯ আগস্ট ২০১৯, ১৯:২৪
অ্য্যালুমিনিয়ামের পাত আবৃত মানবাকৃতির একটি রোবট। নাম তার সিনা। মাধ্যমটা ইংরেজি। কিছু জানতে চাইলেই গড় গড় করে মানব কন্ঠে বলে দেয়, গান গাইতে বললে গায়, নাচতে বললে নাচে। অভিবাদন জানালে অভিবাদনের প্রত্যুত্তরও করে। যে কোন প্রশ্নের উত্তর মুহূর্তেই দিতে পারে। এমন এক রোবট তৈরি করে রীতিমতো প্রযুক্তির দুনিয়াকে তাক লাগিয়ে দিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চার শিক্ষার্থী।