রাজশাহীতে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু

মানবজমিন প্রকাশিত: ০৬ আগস্ট ২০১৯, ০০:০০

ঈদুল আজহা উপলক্ষে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে গতকাল সোমবার ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। গতকাল দেওয়া হয়েছে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস ১৪ই আগস্টের টিকিট।রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আবদুল করিম বলেন, সকাল থেকে ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে ঈদের পর প্রথম কর্মদিবস হওয়ায় গতকাল সোমবার টিকিট প্রত্যাশীদের ভিড় কম বলেও উল্লেখ করেন এ রেল কর্মকর্তা। তিনি জানান, সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা টিকিট বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট নিতে পারবেন। এজন্য টিকিট প্রত্যাশীদের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনপত্র সঙ্গে রাখতে হবে। আগাম টিকিট কোনোভাবেই ফেরত নেয়া হবে না। তিনি জানান,  (সোমবার) ৫ই আগস্ট ১৪ই আগস্টের, ৬ই আগস্ট ১৫ই আগস্টের, ৭ই আগস্ট ১৬ই আগস্টের, ৮ই আগস্ট ১৭ই আগস্টের এবং ৯ই আগস্ট ১৮ই আগস্টের টিকিট দেয়া হবে।রাজশাহী রেলওয়ে স্টেশনের মোট ৬টি কাউন্টারের মাধ্যমে ঈদের ফিরতি টিকিট বিক্রি করা হয়েছে। এবারও কাউন্টার থেকে ৫০ ভাগ টিকিট এবং অ্যাপস ও অনলাইনের মাধ্যমে ৫০ ভাগ টিকিট বিক্রি করা হবে।ঈদের সময় টিকিটের জন্য কোনো অনুরোধ গ্রহণ করা হবে না। তবে প্রাধিকারভুক্ত কর্মকর্তারা যথা নিয়মে টিকিট পাবেন। এক প্রশ্নের জবাবে স্টেশন ম্যানেজার বলেন, প্রথম দিন ভিড় কম। তাই দুর্ভোগও কম। অ্যাপস ও অনলাইনেও টিকিট মিলছে। সকাল থেকে কোনো বিশৃঙ্খলার খবর মেলেনি।এদিকে, ঈদ উপলক্ষে বাড়তি নিরাপত্তার জন্য গতকাল সোমবার সকাল থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত রয়েছে। এছাড়া রেলওয়ে নিরাপত্তা বাহিনী, জিআরপি পুলিশ ও র‌্যাব মোতায়েন রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us