বিশ্বকাপ বাছাই পর্যন্ত আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি
প্রকাশিত: ৩১ জুলাই ২০১৯, ০০:০০
রাশিয়া বিশ্বকাপের পর আর্জেন্টিনার অন্তবর্তী কালীন কোচের দায়িত্ব নেন লিওনেল স্কালোনি। এবার আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সঙ্গে লম্বা চুক্তি করলেন এই আর্জেন্টাইন কোচ স্কালোনি। আগামী ২০২২ কাতার বিশ্বকাপের বাছাই পর্ব পর্যন্ত আর্জেন্টিনার দলের সঙ্গেই থাকবেন স্কালোনি। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের এক বিবৃতিতে জানানো হয়, আর্জেন্টিনার ফুটবল ফেডারেশনের সিদ্ধান্তে আগামী ২০২২ বিশ্বকাপের বাছাই পর্বে পর্যন্ত কোচের দায়িত্বে থাকবেন লিওনেল স্কালোনি।৪১ বছর বয়সী স্কালোনি এর আগে স্প্যানিশ ক্লাব সেভিয়ার (২০১৬-১৭) সহকারী কোচের দায়িত্বে পালন করেছেন। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের ব্যর্থতার দায়ে চাকরি হারান আর্জেন্টিনার সাবেক কোচ হোর্হে সাম্পাওলি। তার পরেই স্কালোনিকে মেসিদের অন্তবর্তী কালীন কোচের দায়িত্ব দেয়া হয়। তার দায়িত্বে সদ্য শেষ হওয়া কোপা আমেরিকায় তৃতীয় স্থান অর্জন করে আলভিসেলেস্তেরা।আর্জেন্টিনার দায়িত্ব নেয়ার পর থেকে ১৫ ম্যাচে ৯ জয়, ২ ড্র ও ৪ হারের অভিজ্ঞতা হয়েছে স্কালোনির।