বিশ্বকাপ ফাইনালে গাপটিলের সেই ওভার থ্রোয়ে ৬ রান দিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি করেছেন আম্পায়ার কুমার ধর্মসেনা। পরে নিজের ভুলও স্বীকার করেছেন লঙ্কান এ আম্পায়ার। তবে আইসিসি জেনারেল ম্যানেজারের দাবি, ফাইনালে মাঠের আম্পায়াররা সঠিক পদ্ধতিই অনুসরণ করেছেন কুমার ধর্মসেনার পক্ষেই অবস্থান নিয়েছে আইসিসি। বিশ্বকাপ ফাইনালে মার্টিন গাপটিলের সেই ওভার থ্রোয়ে ৫ রান না দিয়ে ৬ রান দিয়েছিলেন ধর্মসেনা। পরে ভুল স্বীকার...