বিজয়ীদের ছাড়াই নাসায় গেলেন সরকারি কর্মকর্তারা : তাদের কি আত্মসম্মানবোধ, লাজ-লজ্জা বলতে কিছু আছে?
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯, ০০:০০
কামরুল হাসান মামুন : কেবল ‘ধন্যবাদ দিতে’ বিজয়ীদের ছাড়াই নাসায় গেলেন সরকারি কর্মকর্তারা! এ যেন বরবিহীন বরযাত্রা। যাদের জন্য অনুষ্ঠান তাদের ছাড়া তারা গেলেন কীভাবে? এগুলোকে বলে প্যারাসাইট। তাদের কি আত্মসম্মানবোধ, লাজ-লজ্জ্বাবোধ বলতে কিছু আছে? এভাবে সরকারের টাকার শ্রাদ্ধ করা? তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ-২০১৮’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে শাবিপ্রবির টিম অলিকের …