বাঁচতে চায় ছোট্ট তামিমা

মানবজমিন প্রকাশিত: ২২ জুলাই ২০১৯, ০০:০০

৯ বছরের একটা ছোট্ট মেয়ে। এই বয়সে বই ভর্তি ব্যাগ নিয়ে স্কুলে যাবার কথা। অথচ মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়াই করছে তায়্যিবা আলম তামিমা। সে অ্যাকিউট মায়েলয়েড লিউকেমিয়া (অগখ গ২) বা অস্থিমজ্জার ক্যানসারে ভুগছে। তামিমার বাবা মো. শফিউল আলম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের সেকশন অফিসার, মা রেহেনা খাতুন গৃহিনী। বাবা তার জায়গা সম্পত্তি বিক্রয় করে মেয়ের চিকিৎসা শুরু করেছেন। গত ২৬শে মে ভারতের বেঙ্গালুরে কিডওয়াই মেমোরিয়াল ক্যানসার হাসপাতালে চিকিৎসার অংশ হিসেবে প্রথম কেমো থেরাপি দেয়া হয়। প্রথম কেমো থেরাপি দেয়ার পর পুনরায় বোনমেরু পরীক্ষা করা হয়। এতে ডাক্তার যত দ্রুত সম্ভব বোনমেরু পরিবর্তনের পরামর্শ প্রদান করেন। বোনমেরু বা অস্থিমজ্জা পরিবর্তন করতে কোটি টাকার প্রয়োজন। অসহায় বাবা-মা কোথায় পাবেন এতো টাকা। সবার সহযোগিতায় বেঁচে উঠতে পারে  ছোট্ট শিশুটি। তামিমাকে সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর: ০১৭১২৬৩৬২৪০ (পার্সোনাল অ্যাকাউন্ট)। ব্যাংক একাউন্ট: মো. শফিউল আলম, হিসাব নং ২০৬৩০১০০০০১৮৬৭, রূপালী ব্যাংক, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখা। হিসাব নং ৫৬১০১০১০১৯২৫৮, সোনালী ব্যাংক, আম্বরখানা শাখা, সিলেট। হিসাব নং ২০১১৫১০১৩৬০৫৩, ডাচ্‌ বাংলা ব্যাংক, আম্বরখানা শাখা, সিলেট।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us