উচ্ছ্বসিত রুনা

মানবজমিন প্রকাশিত: ২০ জুলাই ২০১৯, ০০:০০

টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও দেখা গেছে অভিনেত্রী রুনা খানকে। সেখানেও তিনি হয়েছেন প্রশংসিত। এই অভিনেত্রীকে এবার দেখা যাবে নির্মলেন্দু গুণের শিশুতোষ উপন্যাস অবলম্বনে ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কালো মেঘের ভেলা’তে। আসছে ২৬শে জুলাই ছবিটি মুক্তি পাচ্ছে। এটি নির্মাণ করেছেন মৃত্তিকা গুণ। এই ছবির গল্পের কেন্দ্রীয় চরিত্র মা ও ছেলে। মায়ের চরিত্রে অভিনয় করেছেন রুনা খান ও ছেলের চরিত্রে অভিনয় করেছেন পিদিম থিয়েটারের আপন। গল্পে দেখা যাবে- ঢাকার রেলস্টেশনের এক পথশিশু। স্ট্রাগলের জীবন যার। তবে তার মধ্যেও আছে শৈশব-কৈশরে থাকা প্রতিটি শিশুর মতো ফ্যান্টাসি প্রবণতা। এরকম ফ্যান্টাসি থেকেই একদিন হঠাৎ সে ট্রেনে উঠে নিরুদ্দেশের পথে যাত্রা করে। হাজির হয় একটি গ্রামে। সেখানে কাজের সন্ধান করে। যথারীতি নানা বাধা, প্রতিবন্ধকার সম্মুখীন হয়। শিশুটির সাথে তার মায়ের গভীর সম্পর্কের বিষয়টিও উঠে এসেছে চলচ্চিত্রে। কারণ, মা ছাড়া পৃথিবীতে শিশুটির আর কেউ নেই। কিন্তু ঘটনাক্রমে গিয়ে শিশুটি বুঝতে পারে যে, মায়ের জন্য সে আসলে একটা বোঝা। ছবিটি নিয়ে রুনা খান বেশ আশাবাদী ও উচ্ছ্বসিত। এদিকে রুনা খান বর্তমানে আসছে ঈদের নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলে জানান।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us