আপনাদের হতাশ করার জন্য দুঃখিত: ট্রেন্ট বোল্ট

মানবজমিন প্রকাশিত: ১৮ জুলাই ২০১৯, ০০:০০

শ্বাসরুদ্ধকর ফাইনাল ম্যাচে বাউন্ডারি গণনায় ইংল্যান্ডের বিপক্ষে হেরেছে নিউজিল্যান্ড। কাপের এতো কাছ গিয়েও বিশ্বকাপ জেতা হলো না কিউইদের। বিশ্বকাপ না জিততে পারায় অনুশোচনায় ভুগছেন কিউই পেসার ট্রেন্ট বোল্ট। কিউই সমর্থকদের হাতাশ করানোর কারণে দুঃখ প্রকাশ করেছেন বোল্ট। তিনি বলেন, ‘সমর্থকদের হতাশ করার জন্য আমি দুঃখিত। অনেক সমর্থকরা চেয়েছিল আমরা যাতে ম্যাচটা জিতি। তাদের সবাইকে হতাশ করাটা লজ্জার। বিশ্বকাপ না জিততে পারায় আমরাও কষ্ট পাচ্ছি।’মহাকাব্যিক ফাইনালে ইংল্যান্ড-নিউজিল্যান্ড নির্ধারিত ১০০ ওভারের ম্যাচে টাই করে। পরে সুপার ওভারেও ম্যাচে ফল নিষ্পত্তি করতে ব্যর্থ। পরে বাউন্ডারি গণনায় ইংল্যান্ডের ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে। এমন রোমাঞ্চকর ম্যাচ নিয়ে বোল্ট বলেন, ‘এমন ম্যাচে ¯œায়ুচার থাকবেই। ম্যাচটা অন্যরকম হতে পারতো। ম্যাচে আমরাও জিততে পারতাম। কিন্তু আমাদের দুঃভাগ্য, হলো না। সম্ভবত আমাদের মতো বিশ্বকাপের এতো কাছে কেউ যেতে পারেনি। আমরা বিশ্বকাপে খুব কাছে গিয়েও হেরেছি। এটা হজম করতে কষ্ট হচ্ছে।’এমন হার ভুলে যাওয়াটা কঠিন হবে বলেন কিউই গতি তারকা ট্রেন্ট বোল্ট। বাড়ি ফিরে নিজের পরিকল্পনার কথা জানালেন ২৯ বছর বয়সী এই কিউই পেসার। তিনি বলেন, ‘চারমাস পর বাড়ি ফিরছি। আমার কুকুরকে নিয়ে সৈকতে হাঁটবো। সম্ভবত সে  (কুকুর) আমার উপর রাগে যাবে না। বিশ্বকাপে হারার কষ্টটা ভুলে থাকার চেষ্টা করবো। হ্যা সামনে শ্রীলঙ্কা সফর আছে, সেটা নিয়ে ভাবতে হবে। আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এটা হজম করতে কয়েক বছর লেগে যেতে পারে।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us